স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, খুলনাতে কেন/ কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করাবে। এমন কোতূহলপূর্ণ প্রশ্ন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের পাশাপাশি খুলনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার মাদ্রাসা-কলেজ, এমনকি স্কুল পড়ুয়া স্টুডেন্টসরাও জিজ্ঞাসা করছে প্রতিদিন। মাস্টারপিস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর অফিসিয়ালি ঘোষণা ও কার্যক্রম শুরু করায় এমনটায় প্রশ্ন সবার মনে। তার আগে একটু ক্লিয়ার করতে চাই কেন আমার এ উদ্যোগ? বস্তুত, বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া যতটা সহজ, সঠিক গাইডলাইন পাওয়া ততটাই কঠিন। আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম করে কোচিং এ ক্লাস নেন। খুলনাতে বি.এল কলেজে, আজম খান কমার্স কলেজে, যশোরে এম. এম. কলেজে পড়েন তারাও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করান ,এটা শুধু খুলনা-যশোরে নয়, ঢাকাতেও এমন সহস্র শিক্ষক আছেন যারা ঢাকা কলেজ, বাংলা কলেজ, তিতুমীর কলেজে পড়েন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করে ক্লাস নেন, Even DU, IBA বলেও অনেকে চালিয়ে দিচ্ছেন, এবার একটু ভর্তি পরীক্ষার বই সম্পর্কে বলি, জয়** ড্যাস ড্যাস প্রকা...