এডমিশনের পরীক্ষার্থীদের বলছি

এডমিশনের পরীক্ষার্থীদের বলছি...

এখন কিচ্ছু মনে হবেনা, যেদিন কলেজ লাইফে তোমারই পেছনের বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া বন্ধুটা ঢাবি/জবি/জাবি/রাবি/চবি/বুয়েট/কুয়েট/মেডিকেল এর সিরিয়াল কাঁপাবে আর তুমি ওয়েটিং লিস্টেও নিজের নাম টা বার বার সার্চ দিয়েও খুজে পাবানা, সেদিন বুঝবে,ব্যর্থতা কাকে বলে,এর স্বাদ কত তেঁতো।

.

যেদিন একইসাথে রাতের পর রাত চ্যাট করা বন্ধুটা কোন এক রাতে নিজের ফেসবুক প্রোফাইলে লিখবে Started studying at অমুক মেডিকেল কলেজ/অমুক ভার্সিটি, সেদিন আঙ্গুল অজান্তেই লগ আউট বাটনে চাপ দিবে। অনুধাবন হবে সেদিন।

.

যখন তুমি আর সে মিলে শতটা রাত স্বপ্ন বুনেছিলে একই ক্যাম্পাসের আংগিনায় বসে স্বপ্নকে সত্যি করবে। আজ সে ঠিকই ক্যাম্পাসে বসে স্বপ্ন সাজায়, সফল কাউকে নিয়ে। বাস্তবতার সংজ্ঞা সেদিন মুখস্থ হবে তোমার।

.

যেদিন তোমারই নিউজফিডে সাদা এপ্রোন পরা বন্ধুদের সেল্ফিগুলো ভেসে উঠবে,প্রেজেন্টেশন শেষে দলগত উজ্জল মুখগুলো "চিইইইজ" পোজে ছবি তুলে শেয়ার করবে ; সেদিন তোমারো মনে হবে, এর থেকে হয়তো সাদা কাফনে ঢেকে গেলেই বেশি ভাল হতো।

.

ক্লাসের ফার্স্ট বয়/গার্ল জেনে যেই প্রতিবেশী তার সন্তানের জন্য তোমার পুরনো নোট নিতে আসতো, সেদিন তিনিও তোমার রেজাল্ট জেনেও যখন তোমার করুন মুখে আবার শুনতে চাইবে ভেতরে এক ক্রুর হাসি দিয়ে। তুমি সেদিন নিরুপায় যখন বন্ধুদের আড্ডার টপিক হবে তাদের প্রিয় সাব্জেক্ট কিংবা ক্যাম্পাস এর অপরূপ সৌন্দর্য, সেদিন যখন তোমার বলার কিছুই থাকবে না, তখন বুঝবে এই বন্ধুত্বের জন্য কত সময়ই না কেটেছিলো একইসাথে, আর আজ?

.

এখনোও তোমার হৃদস্পন্দন একটুও বাড়েনি ভবিষ্যৎ এর ভয়ে, কিন্তু যেদিন তোমার বাবারই সামনে তার কলিগ নিজের ছেলের সংবাদ দিবে মিষ্টি দিয়ে, সেদিন কি পারবে নিজেকে ক্ষমা করতে?

.

বুকমার্ক করে রাখো, এই পোস্ট পড়া শেষ হলেও কিচ্ছু মনে হবেনা, মনে হবে সেদিন যখন উপরের প্রত্যেকটা শব্দে খুজে

পাবে নিজের স্বপ্ন ভাঙার কান্না। সেদিন আর কাদলেও ফিরে পাবেনা আজকে আমাদের এই সতর্ক করার দিনটা।

.

আমরা চাইনা, একটা স্বপ্নও আর বিফলে যাক। সময় আছে যতটুকুই, আজ থেকে না, এখন থেকেই কাজে লাগাও।
@Best Regards,
MasterPiece University Admission Coaching.
"The M@ster of Masters"
Committed to building up your Dream.
#A Scholastic Guide to Shape Your Future Brightly.

FB: https://www.facebook.com/MasterPieceCare/

Comments

Popular posts from this blog

জীবনানন্দ দাশের সৃষ্টিকর্ম মনে রাখার কৌশল।

University Admission Coaching in Khulna.

একটি অনুপ্রেরণার গল্প।